Bobby Hajjaj is a Bangladeshi politician, a scholar, and a popular author.

Biography

Bobby Hajjaj – Political Leader, Academic, and Policy Analyst

Bobby Hajjaj – Political Leader, Academic, and Policy Analyst
Bobby Hajjaj is a Bangladeshi political leader, academic, and thought leader with a strong commitment to national development and social justice. As the founder and chairman of the Nationalist Democratic Movement (NDM), he brings visionary leadership to Bangladesh’s political landscape. With a BA in Political Science from the University of Texas at Austin and an MBA from the University of Oxford, Bobby also serves as a senior lecturer at North South University. He is widely recognized for his insightful commentary on governance, policy, and social issues, published in top national dailies.

ববি হাজ্জাজ - একজন প্রগতিশীল রাজনৈতিক নেতা ও শিক্ষাবিদ

ববি হাজ্জাজ একজন সুপ্রতিষ্ঠিত রাজনীতিক, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদ। তিনি ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক মুভমেন্ট (NDM)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যার লক্ষ্য একটি আধুনিক, গণতান্ত্রিক এবং স্বচ্ছ বাংলাদেশ গঠন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় রাজনীতি, নীতি ও সামাজিক ইস্যু নিয়ে নিয়মিতভাবে মতামত প্রকাশ করে থাকেন।

তার নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে তিনি একটি কার্যকর ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ।

Career

Between 2001 and 2009, Bobby Hajjaj worked in business development and strategy consulting across the USA, Europe, the Middle East, and South Asia. In 2009, he returned to Bangladesh and joined North South University as a lecturer and researcher. He also became a Director of DATCO Group, the business conglomerate founded by his father, Dr. Moosa Bin Shamsher.

Alongside his academic and corporate roles, Bobby Hajjaj remained actively involved in social work, focusing on education, youth development, and poverty alleviation. In 2015, he founded স্বপ্নের দেশ (Shopner Desh), a citizen empowerment movement addressing key issues like urbanization, youth radicalization, and access to education. He also contributed as a columnist for national newspapers writing on governance and national policy.

BOBBY HAJJAJ Political Leader in Bangladesh

Lecturing at North South University

পেশা জীবন

২০০১ থেকে ২০০৯ সালে ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় বিজনেস ডেভেলপমেন্ট এবং স্ট্র্যাটেজি কনসালটিং-এর বিভিন্ন প্রকল্পে কাজ করেন। ২০০৯ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছরে তিনি তাঁর পিতা ড. মূসা বিন শমসের প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকো গ্রুপ-এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

একাডেমিক ও কর্পোরেট কর্মের পাশাপাশি ববি হাজ্জাজ সক্রিয়ভাবে সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন—বিশেষ করে শিক্ষা, তরুণদের বিকাশ এবং দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করেন। ২০১৫ সালে তিনি ‘স্বপ্নের দেশ’ নামে একটি নাগরিক সচেতনতা উদ্যোগ শুরু করেন, যার লক্ষ্য ছিল শহরের দ্রুত প্রসার, তরুণদের ভুল পথে যাওয়ার ঝুঁকি এবং শিক্ষার সুযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। একইসঙ্গে, তিনি জাতীয় পত্রিকায় শাসনব্যবস্থা ও নীতিনির্ধারণ নিয়ে নিয়মিত কলাম লিখতেন।

With wife, Barrister Rashna Imam, and daughters Inaaya Hajjaj and Nyaasa Hajjaj
With wife, Barrister Rashna Imam, and daughters Inaaya Hajjaj and Nyaasa Hajjaj

Childhood and Family

In 1978, Bobby Hajjaj was born in Dhaka to the renowned family of Dr. Moosa Bin Shamsher and Mrs. Kaniz Fatema Chowdhury. His father, a renowned business magnate and former student leader, is widely credited as the pioneer of Bangladesh’s manpower export industry. His maternal lineage traces back to the prestigious Dhulai Zamindar family of Pabna, with deep historical and cultural significance.

He is the second of three siblings—between his elder sister, Nancy Binte Moosa, and younger brother, Zoobi Bin Moosa. Growing up in Dhaka during the politically dynamic 70s and 80s, Bobby Hajjaj was exposed early to the nation’s evolving political landscape. His family’s close ties with leaders across party lines sparked his lifelong interest in public service and governance.

He is married to Barrister Rashna Imam, a distinguished legal professional, and is a proud father to two daughters, Inaaya Imam Hajjaj and Nyaasa Imam Hajjaj.

শৈশব এবং পরিবার

১৯৭৮ সালে ঢাকায়, বাংলাদেশের খ্যাতনামা পরিবার ড. মূসা বিন শমসের ও কানিজ ফাতেমা চৌধুরীর ঘরে ববি হাজ্জাজ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ড.মুসা বিন শমসের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা, যিনি বাংলাদেশের জনশক্তি রপ্তানি শিল্পের পথপ্রদর্শক হিসেবে পরিচিত। তাঁর মাতৃকুলের শিকড় পাবনার ঐতিহ্যবাহী ধুলাই জমিদার পরিবারে, যার রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার। তিন ভাইবোনের মধ্যে ববি হাজ্জাজ দ্বিতীয়; তাঁর বড় বোন ন্যান্সি বিনতে মূসা, এবং ছোট ভাই যুবি বিন মূসা। ৭০ ও ৮০’র দশকের রাজনৈতিকভাবে উত্তাল সময়ে ঢাকায় বেড়ে ওঠার সুবাদে, শৈশবেই ববি হাজ্জাজ দেশের রাজনৈতিক পরিবর্তনের স্বাক্ষী হন। তাঁর পরিবারের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা তাঁর মধ্যে জনসেবা ও সুশাসনের প্রতি গভীর আগ্রহ তৈরি করে।

ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি একজন খ্যাতিমান আইনজীবী।তাঁদের দুই কন্যা রয়েছেন—নিয়াসা ইমাম হাজ্জাজ ও ইনায়া ইমাম হাজ্জাজ।

Education

Bobby Hajjaj completed his O’ and A’ Levels in Dhaka, where he excelled academically and began writing for local newspapers. He was also passionate about sports, particularly martial arts, earning recognition in disciplines like Kyokushin Karate and Jiu-jitsu. Following his school years, he pursued higher education at the University of Texas at Austin, majoring in Politics and History. During his time there, he contributed to the university newspaper and actively volunteered in local election campaigns, gaining valuable insight into American political life. He later advanced his academic journey by earning an MBA from the University of Oxford, one of the world’s leading institutions.

পড়াশুনা

ববি হাজ্জাজ ঢাকায় তাঁর ও’ এবং এ’ লেভেল সম্পন্ন করেন। খুব অল্প বয়সেই তিনি পড়াশোনার পাশাপাশি স্থানীয় পত্রিকায় লেখালেখি শুরু করেন। তিনি খেলাধুলাতেও সমানভাবে সক্রিয় ছিলেন, বিশেষ করে মার্শাল আর্টে। কিওকুশিন কারাতে ও জিউ-জিতসুর মতো শৈলীতে তিনি প্রশংসনীয় দক্ষতা অর্জন করেন।

স্কুলজীবন শেষ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস, অস্টিন-এ যান এবং রাজনীতি ও ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পত্রিকায় লেখালেখি করতেন এবং স্থানীয় নির্বাচনী প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতেন—যার মাধ্যমে তিনি আমেরিকান রাজনীতির প্রাথমিক বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের খ্যাতনামা “ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড” থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন, যা তাঁর একাডেমিক ও পেশাগত যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

During matriculation at the University of Oxford
Receiving an award at the age of 10
Scroll to Top