fbpx

প্রেসিডেন্টের লুঙ্গি নাই

প্রেসিডেন্টের লুঙ্গি নাই

‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ উপন্যাসটি তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে লেখা অ্যাবসার্ডিস্ট এক রূপকথাভিত্তিক কল্পকাহিনি। এটা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণি, পেশার সাথে এই গল্পের কোনো মিল থেকে থাকলে সেটা পুরোপুরি কাতালীয়। লেখকের কোনো উদ্দেশ্য নেই জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এই আলোচনায় তুলে ধরার। তবে নব্য উপনিবেশিকতার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রতিনিয়ত রাজনীতির বাইরে থেকে রাজনৈতিক ব্যক্তিদের আবির্ভাব হয় এবং তারা রাতারাতি পৌঁছে যায় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এই ধরনেরই এক প্রেক্ষাপট আমলে নিয়ে জাদুবাস্তববাদ ধারায় এই উপন্যাসটির রচনা। আর সেই কারণে লেখক মনে করেন যে, গত ১০০ বছরের ইতিহাসে আকস্মিকভাবে কোনো স্বৈরাশাসকের সাথে অল্প কোনো মিল পাওয়া অসম্ভব নয়। এই উপন্যাসটির মূল লক্ষ্য মজার একটা গল্প বলা এবং পাঠকদের মাঝে সেই গল্পের মাধ্যমে কিছু চিন্তার বীজ বপন করা।

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top